তার স্ক্যান্ডাল নেই। তবে তাকে নিয়ে দুটি কথা শোনা যায়। এক হলো তার বয়স। আর দ্বিতীয় হলো তার বিয়ে। জনশ্রুতি আছে, রশিদ খান নাকি বিশ্বকাপ না জিতলে বিয়ে করবেন না। এমন কথা বেশ চাউর হয়ে আছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তো বটেই, গণমাধম্যেও এমন খবর প্রকাশিত হয়েছে যে, ‘আফগান লেগস্পিনার রশিদ খান বলেছেন, তার দল আফগানিস্তান যতদিন পর্যন্ত বিশ্বকাপ না জিতবে, ততদিন তিনি বিয়ে করবেন না।’
তবে আজ, শনিবার শেরেবাংলা স্টেডিয়ামের ভিতরে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রশিদ খান পরিষ্কার জানিয়ে দিলেন, তিনি কখনই এমন কথা বলেননি। সেটা তার কথা ভুলভাবে পরিবেশন করা হয়েছে।
রশিদ খান বলেন, ‘আমাকে অনেকেই এমন বার্তা দিয়েছেন যে, আমি নাকি বলেছি আফগানিস্তান বিশ্বচ্যাম্পিয়ন না হলে নাকি আমি বিয়ে করবো না। কিন্তু আমার মনে পড়ছে না, আমি কবে কখন কোথায় এমন কথা বলেছি? আমার কাছে কোন ভয়েস ম্যাসেজও নেই। কোন সাক্ষাৎকারে এমন কথা বলেছি তারও কোন দালিলিক প্রমাণ নেই। অথচ এ নিয়ে আমাকে অনেকবারই ঘুরে ফিরে অমন কথা শুনতে হয়েছে।’
তবে রশিদ খান বলেন, ‘ আমার এখনকার লক্ষ্য হলো টি-টোয়েন্টি আর ওয়ানডে বিশ্বকাপ। আমি ওই দুটি আসর নিয়েই ভাবছি। যার একটি এবছর আর অন্যটি আগামী বছর।’
রশিদ যোগ করেন, ‘হ্যাঁ, আমি এক জায়গায় বলেছি যে আগামী দুই বছর আমার বিয়ে নিয়ে কোনোই চিন্তা ভাবনা নেই। কারণ ওই দুই বছরে দুটি বিশ্বকাপ আছে। আমার পুরো মনোযোগ ওই দুই বিশ্ব আসর নিয়ে।’
মিডিয়ার ওপর দোষ চাপিয়ে রশিদ বলেন, ‘মিডিয়া বেশিরভাগ সময় নেগেটিভ নিউজই খোঁজে। তবে আমি জানি মিডিয়া কী চায়? তাই আমি বেশিরভাগ সময় এ ধরনের খবর এড়িয়ে চলি এবং আমাকে নিয়ে যত বেশি নেতি বাচক খবর হয়, আমি ততই ভাল খেলতে উদ্বুদ্ধ হই।’



































































