নিজস্ব প্রতিবেদক: ২ মার্চ ভোর রাত আনুমানিক ৪.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন সিআরপিসি চড়িয়া কান্দিপাড়া গ্রামস্থ রুবাইয়া হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট এর সামনে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬০৯ (ছয়শত নয়) গ্রাম হেরোইনসহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
যার আনুমানিক বাজার মূল্য আনুমানিক মূল্য ৬০,৬০,০০০ টাকা। এসময় তাহার সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ফোন এবং নগদ ৫৩০/- টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ আলামিন হক (৩৮), পিতা-মোঃ হাবিবুর রহমান, সাং- মাটিকাটা মল্লিক পাড়া, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব-১২ জানতে পেরেছে যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ৮(গ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।



































































