জি,এম,সাফু,(মৌলভীবাজার প্রতিনিধি) : পৃথিবীর আলো দুইচোখ দিয়ে দেখে পড়ালেখা করে বড় ডাক্তার হতে চায় কমলগঞ্জের ৩য় শ্রেণী পযন্ত পড়ুয়া মেধাবী ছাত্রী জমিলা বেগম।কমলগঞ্জের কুমড়াকাপন পৌর এলাকার নিম্ন আয়ের মরতুজ মিয়া ও জুলেখা বেগম এর ১০ বছর বয়সী পড়ালেখায় মনযোগী মেয়ে
জমিলার দুটি চোখেই টিউমার সনাক্ত হয়েছে এবংতার ব্রেইনে পানি জমতে শুরু করেছে,তাছাড়া জমিলা দুই চোখেই আগের মত দেখতে পায় না।ডাক্তার এর কথা অনুযায়ী দ্রুত জমিলার অপারেশন না করালে বেশিদিন বাচানো যাবে না।এমতাবস্থায় জমিলার বাবা মরতুজ মিয়া দেশ ও বিদেশের হ্রদয়বান ব্যাক্তিগণের নিকট জমিলা কে বাচানোর জন্যে সহযোগীতা চেয়েছেন।মরতুজ মিয়া বলেন আজ আমার জমিলা ৫ম শ্রেণি পাস করে হাইস্কুলে পড়ার কথাছিল,কিন্তু তৃতীয় শ্রেণিতে পড়াকালিন সময়ে তার শারীরিক জটিলতা দেখা দিলে আজ দুই বছরের বেশি সময় ধরে ডাক্তার এর কাছে যাওয়া আসা টেস্টিং,ঔষধ,ইত্যাদি করতেই আমি নি:শ্ব হয়ে গেছি।আমার জমিলা কে বাচানোর জন্যে আমি নিজে আমার ১টি কিডনি বিক্রি করতে চাইছি, কিন্ত কোথাও কোন সারা পাচ্ছিনা। তাই আপনাদের সাহায্য সহযোগীতাই পারে জমিলা কে এই সুন্দর পৃথিবী দেখাতে।
মোবাইল নং-+৮৮০১৭৫২-৫১৫৫২৭, বা বিস্তারিত:০১৭১৬-৩৯২৭৮১।



































































