বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের অনুষ্ঠিত হয় ২৮ জানুয়ারি। তবে নির্বাচনের আলোচনা এখনও থামেনি।
সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ খান ও নিপুণ আক্তারের মধ্যে আইনি লড়াই চলছে আদালতে।
এমন সময়ে আবারও এই বিএফডিসিতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে আরেক নির্বাচন। শনিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড-এর নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এফডিসিতে শোভা পাচ্ছে প্রার্থীদের পোষ্টার-ব্যানার।
ফিল্ম ক্লাবের এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটিতে নেতৃত্বে রয়েছেন আতিকুর রহমান লিটন, অন্যটিতে কামাল মো. কিবরিয়া।
/Bidhya%20Sinha%20Mim/fdc%20election%201.jpg)
সদ্য বিদায়ী সভাপতি ওমর সানি সমর্থিত আতিকুর রহমান লিটনের প্যানেলে সদস্য পদে নির্বাচন করছেন- মাহমুদুল হক পলাশ, মোজাহারুল ইসলাম ওবায়েদ, জাহিদ হোসেন, রফিকুল ইসলাম রনি, কামাল হাসান, মো. আব্দুল্লাহ জেয়াদ, মো. ফয়সাল, রাহা তানহা খান, মো. এনামুল হক শাহ, জাহাঙ্গীর সিকদার।
কামাল মো. কিবরিয়ার প্যানেলে সদস্য পদে নির্বাচন করছেন- মো. সাফি উদ্দিন সাফি, এম এ কামাল, আজিজ আহমেদ পাপ্পু, জসিম আহমেদ, রশিদুল আমিন হলি, আনোয়ার হোসেন আনু, হানিফ আকন দুলাল, জাহান এম এ রহমান, নায়িকা রত্না কবির, নাবীন হোসেন, মীর মো. জাকির হোসেন মানিক, শাহ মো. আলমগীর বাচ্চু।
ফিল্ম ক্লাবের সদস্যরা ভোটের মাধ্যমে এক বছরের জন্য নেতা নির্বাচন করেন। ২০২১ সালের ৫ ফেব্রুয়ারি সংগঠনটির নির্বাচন হওয়ার কথা থাকলেও তা আদালতের আদেশে স্থগিত ছিল।



































































