জাতীয় দলে তার ব্যাটিং পজিশন তিন। সীমিত ওভারের ফরম্যাটে সাকিব আল হাসান দুই বছরের বেশি সময় ধরে ওয়ান ডাউনে ব্যাট করছেন। কিন্তু এবারের বিপিএলে সেই চেনা পজিশনে দেখা যাচ্ছে না ‘চ্যাম্পিয়ন অলরাউন্ডার’কে।
ফরচুন বরিশালের হয়ে এবার বেশিরভাগ ম্যাচেই সাকিব খেলেছেন মিডল অর্ডারে। এমনকি একটি ম্যাচে সাকিবের ব্যাটিং পজিশন ছিল ৭ নম্বর। তবে কি সাকিব টপ অর্ডার থেকে মিডল অর্ডারে নেমে আসলেন? তার পজিশন কি তবে পাঁচ থেকে সাতেই থাকবে?
ফরচুন বরিশালের ব্যাটিং কোচ নাজমুল আবেদিন ফাহিম জানিয়ে দিলেন, বিপিএলের পরবর্তী ম্যাচগুলোতে সাকিবকে ওপরের দিকে দেখা যাবে। তিনি বলেন ‘একটা ম্যাচে সাকিব নাম্বার সেভেনে ব্যাট করেছে। তবে এখন বোধ হয় উপরেই করবে।’
সেটা কি এমনি এমনি? তার কারণ ব্যাখ্যা করে বরিশাল ব্যাটিং পরামর্শক বোঝানোর চেষ্টা করেন, সাকিবের ব্যাটের ধারাবাহিকতা বেড়েছে। শুরুতে রান না পেলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সাকিব নিজেকে খুঁজে পাচ্ছেন।
ফাহিমের ভাষায়, ‘সাকিব ধারাবাহিকভাবে এখন একটু বেটার খেলছে। ওকে আত্মবিশ্বাসী মনে হচ্ছে। মনে হচ্ছে ও উপভোগ করছে ব্যাটিংটা। আমরা ওকে বোধহয় উপরেই দেখতে পাব এখন। বেশ কিছু ওভার থাকতেই ও মাঠে নামবে।’
ব্যাটিং কোচের উপলব্ধি, টি-টোয়েন্টিতে মাঝে একটা সময় গিয়ে সাকিব বিগ হিটিংয়ে একটা জায়গায় আটকে গিয়েছিলেন। কিন্তু শেষ দুই ম্যাচে দেখে মনে হয়েছে সাকিব এই বাধা কাটিয়ে উঠেছেন। তাই সাকিবের কাছ থেকে এবার ৭০-৮০ রানের ইনিংসের আশায় তার বিকেএসপির শিক্ষক ফাহিম।
ফাহিম বলেন, ‘টি-টোয়েন্টিতে আমার মনে হয় বিগ হিটিংয়ের যে ব্যাপারটা ওই জায়গায় গিয়ে ও (সাকিব) থমকে গিয়েছিল। অনেকদিন ধরে দেখছি ওই জায়গাটায় গিয়ে আটকে গেছে। তবে গত দুটো ম্যাচে দেখেছি ওই জায়গাটা ওভারকাম করতে পারছে।সেটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি, ও নিজেও কাজ করছে মনোযোগ দিয়ে।’
সাকিবের খেলা এখন বদলে যাবে, এমন আশা এই কোচের। তিনি বলেন, ‘যখন প্রয়োজন হবে একটা লুজ বলে ছয় মেরে দেওয়ার যে ব্যাপারটা, সেটা যদি ও আত্মস্থ করে ফেলতে পারে, তবে ওর খেলাটা বদলে যাবে। ও খুব কমফোর্টবলি খেলবে, বড় ইনিংস খেলতে পারবে। আশা করছি ৭০/৮০/৯০ রানের ইনিংসও আমরা দেখবো। দেখা যাক কী হয়!’
ফাহিম যোগ করেন, ‘সাকিব নিজের ব্যাটিং থেকে বুঝতে পারে, যখন ডট বল দিয়ে ওভার বাউন্ডারি না মেরে ইনিংস খেলতে হয়। এখন যদি ও প্রয়োজনে ২/৪টা ডট বলও দেয়, হতাশ হবে না। ও জানবে যখন প্রয়োজন, একটা-দুটো ছয় মারতে পারবো। আমরা শেষ দুই ম্যাচে দেখেছি , হঠাৎ করে প্রয়োজন হয়েছে ও স্ট্রাইক রেটটা বাড়িয়ে নিয়েছে। এই অপশনটা হাতে থাকলে ব্যাটিং প্ল্যান করাটা খুব সহজ হয়।’
ফাহিমের ধারণা, এখন সাকিবের স্কিলটাও অনেক বেটার হয়েছে। তাই সামনে সাকিবকে বিগ হিটারের ভূমিকায় দেখা যেতে পারে, এমন বড় আশাও তার বিকেএসপি কোচের।
তার ব্যাখ্যা, ‘অনেকের বিগ হিটিংয়ের জন্য যে স্কিলটা দরকার, সেটাতে সমস্যা থাকতে পারে। সেটা থেকে মানসিক একটা সমস্যা দেখা যায়। আত্মবিশ্বাসেও ঘাটতি দেখা দেয়। (সাকিবের) স্কিলটার ব্যাপারে আমরা কিছুটা কাজ করেছি। ওর স্কিল এখন অনেকটা বেটার।’
ফাহিম মনে করছেন, এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে কয়েকদিন পরই সাকিবকে বিগ হিটারের ভূমিকায় দেখা যেতে পারে। তিনি বলেন, ‘এখনও যে ১০০ ভাগ হয়েছে তা না। তবে খুব মনোযোগ দিয়ে ও কাজ করেছে। যে ইনিংসগুলো খেলে সেখান থেকেও প্রচুর ফিডব্যাক নেয় ও, কেমন খেলেছে কী করেছে। আমার মনে হয় একটা প্রসেসের মধ্য দিয়ে আছে এবং এটা যদি চালিয়ে যায় হয়তো পাঁচ-সাতটা ম্যাচ খেলার পর আরও ভালো অবস্থায় দেখবো তাকে।’



































































