কুষ্টিয়া প্রতিনিধি
বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন তার মা রোকেয়া খাতুনসহ পরিবারের সদ্স্যরা। গতকাল বুধবার দুপুরে টেলিভিশনের খবর দেখে রায়ের খবর জানতে পারেন তিনি। কুষ্টিয়া শহরের পিটিআই রোডের বাসায় বসে তারা রায়ের খবর পান। বাসায় সে সময় আবরারের মা রোকেয়া খাতুন ও ছোট ভাই আবরার ফায়াজ ছাড়াও প্রতিবেশীরা উপস্থিত ছিলেন। আবরারের মা রোকেয়া খাতুন জানান, রায়ে ২০ জনের ফাঁসি দেওয়া হয়েছে আর ৫ জনের যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। সব আসামীর ফাঁসির রায় দেওয়া হলে আমরা আরো খুশি হতাম। তবে আদালতের রায় পর্যালোচনা করে দেখবো, পুর্নাঙ্গ রায় থেকে অন্যদের ফাঁসির জন্য আবেদন জানাবো উচ্চ আদালতে। তবে সবে মাত্র রায় ঘোষনা করা হলো, দ্রুত রায় কার্যকর দেখতে চাই আমরা। রায় কার্যকর হলেই কেবল মাত্র আমার সন্তানের আত্মা শান্তি পাবে। রায় কার্যকর হলেই এমন হৃদয় বিদারক ঘটনা আর ঘটবে না। আবরারের ভাই আবরার ফায়াজও রায়ে সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত রায় কার্যকর চান।



































































