মাদারীপুর প্রতিনিধি
মোঃ সোহরাব হোসেন খান মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার বিজয়ে আনন্দ-উৎসবে মেতেছে পুরো মস্তফাপুর ইউনিয়নবাসী। বীরমুক্তিযোদ্ধা শাজাহান খান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফারুক হোসেন জানায়, গত রোববার তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নে আনারস প্রতীকে মোঃ সোহরাব হোসেন খান চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচনে জয়লাভ করায় গত সোমবার থেকে তার সমর্থক ও অনুসারীরা এলাকায় আনন্দ-উৎসবে মেতে উঠেছে। তিনি আরও বলেন, নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন খান একজন জন-বান্ধব নেতা ও সাদা মনের মানুষ। সে এর আগে দুই বার চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহন করেন। ভোটাদের ভোটে সে নির্বাচিত হলেও প্রতিদ্বন্ধী প্রার্থীর ষড়যন্ত্রে বার বার হেরে গেছেন। এবার এই ইউনিয়নেরই আরও একজন প্রভাবশালী নেতা মোঃ রাশেদুল হক মিল্টন মোল্লা সোহরাব হোসেন খান কে সমর্থন দেওয়ায় তার বিজয় আরও সুনিশ্চিত হয়। সোহরাব হোসেন খান চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আনন্দ-উল্লাসে মেতেছে তার অনুসারীরা। বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও গ্রামের পক্ষ থেকে দেওয়া হচ্ছে সংবর্ধনা। নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন খান বলেন, আমি এই ইউনিয়নেরই সন্তান, জনগণের প্রত্যক্ষ ভোটে আমি নির্বাচিত হয়েছি। যত দিন বাঁচবো জনগণের সেবক হয়েই বাঁচবো। মস্তফাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় হবে সর্বোস্তরের মানুষের। সবার সহযোগিতা নিয়ে সামনে চলতে চাই।



































































