পঞ্চগড় প্রতিনিধি
দেশের সর্বউত্তরের হিমালয়ের পাদদেশের জেলা পঞ্চগড়সহ বোদা উপজেলায় এবার আগাম তীব্র শীতের আশঙ্কা দেখা দিয়েছে। তীব্র শীতের আশঙ্কায় সাধারণ মানুষ আগাম শীতবস্ত্র সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছে। গরম কাপড়ের ব্যাবসায়ীরাও গরম কাপড়ের রকমারি বস্ত্রের পসরা নিয়ে বসেছে। বিক্রিও হচ্ছে আশানুরুপ। খদ্দেররাও তাদের রুচিসম্মত পুরাতন গরম কাপড় ক্রয় করছেন বেশ ভালোভাবে। শীত মূলত পৌষ ও মাঘ মাসে আসে। ঐ সময় তীব্র শীত জেঁকে বসে। কিন্তু এবার আগাম অগ্রহায়ণ মাসের শুরুতে তীব্র শীত জেঁকে বসেছে। এতে নিম্ন ও গরীব মানুষদের মাঝে দুঃশ্চিন্তা বিরাজ করছে। কেউ কেউ আগাম শীত বস্তের জন্য বিত্তশালীদের কাছে ধরণা দিতে শুরু করেছেন।



































































