এইচ. এম ইমরান, ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপার কবিরপুর বাজার দোকান মালিক সমিতি ও উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সংগঠনের সভাপতি আজমত আলী শেখের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে কবিরপুর বাজার দোকান মালিক সমিতির আয়োজনে কবিরপুর মোটর শ্রমিক ইউনিয়ন সংলগ্ন এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক জাহিদুন্নবী কালু, কবিরপুর বাজার দোকান মালিক সমিতির সভাপতি (বর্তমান) ও পৌর কাউন্সিলর শওকত আলী, সাধারন সম্পাদক ও পৌর ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সদ্য প্রয়াত আজমত আলী শেখ সহ জামাল অটোর মালিক জামাল হোসেনের জন্য বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন কবিরপুর বাজার দোকান মালিক সমিতি যুগ্ম সম্পাদক শিক্ষক ফজলুর রহমান।



































































