এইচ. এম ইমরান, ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে বিষধর সাপের কামড়ে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে শৈলকুপা পৌর এলাকার চতুড়া ও দুধসর ইউনিয়নের নাকোল গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার পৌর এলাকার চতুড়া গ্রামের শুভর ছেলে রাব্বি (৫) রাতে বাবা-মায়ের পাশে ঘুমিয়েছিল। এসময় ঘুমন্ত অবস্থায় শিশু ছেলেটিকে সাপে কামড় দেয়। পরে শিশুটিকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করে। সেখানে ইনজেকশন দেওয়ার সাথে সাথে শিশুটি মারা যায়। এছাড়া দুধসর ইউনিয়নের নাকোল গ্রামে বিল্লাল হোসেনের ছেলে তাহসিন (৯) ঘরের মেঝেতে শুয়েছিল। রাত ২টার দিকে বিষাক্ত সাপে কামড় দেয়। পরে শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে ভোরে ছেলেটি মারা যায়। শিশুটির পিতা বিল্লাল হোসেন জানায়, তার ছেলেকে সাপে কামড় দিলে প্রথমে ওঝা কবিরাজের কাছে নিয়ে গেলে ছেলেটি সুস্থ হয়ে যায়। নিশ্চিত হতে ও সন্দেহ দূর করতে ছেলেকে পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ইনজেকশন দেওয়ার সাথে সাথে ছেলেটি মারা যায়। তিনি অভিযোগ করে বলেন, সুচিকিৎসা পাবার আশায় হাসাপাতালে সাপ ধরে নিয়ে গিয়েছিলাম। সেখানে সঠিক চিকিৎসা না দিয়ে অবহেলা করা হয়েছে। প্রথমে হাসপাতালে কোনো ডাক্তার ও নার্সকে ডেকে পাওয়া যায়নি। এলাকাবাসী জানায়, সাপে কাটা রোগীগুলো হাসপাতালে নিয়ে ইনজেকশন দেয়ার সাথে সাথে মারা যাচ্ছে। সব সমস্যার সমাধান হলেও এই সমস্যার সমাধান কেউ দিতে পারছেনা। এই শাখা কানন, কালাচ নামে পরিচিত সাপে কামড়ানো ব্যক্তিদের বেঁচে যাওয়ার রেকর্ড খুবই কম। তাহলে কেন এর এন্টিভেনম ঝিনাইদহ সদর হাসপাতালে রাখা হচ্ছেনা। আজ পর্যন্ত হাসপাতালে গিয়ে কেউ বাঁচতে পারেনি। এদিকে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। ২০ দিনের ব্যবধানে শৈলকুপা উপজেলায় সাপের কামড়ে ৪ শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছে। সাপের উপদ্রব বন্ধে ও সাপে কাটা রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে এখন পর্যন্ত কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেনি বলে জেলাবাসীর অভিযোগ।