গোলাম হায়দার, বরগুনা প্রতিনিধি
বরগুনায় ডি এম এফ ডাক্তার জহিরুল ইসলাম সৌরভ (৪৩) এর উপর বরগুনা সদর উপজেলার ৮নং ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আহাদ সোহাগের নেতৃত্বে হামলায় জহিরুল ইসলামসহ ৩ জন আহত হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ডাক্তার জহিরুল ইসলাম সৌরভ বলেন, আজ (বৃহস্পতিবার) সকালে আমি চেম্বারে রোগী দেখাকালীন সময়ে চেয়ারম্যানের ছেলে ডানিয়াল এসে আমাকে বলেন, আমার সাথে আমাদের বাসায় চলেন বাবার প্রেসার মাপতে হবে। আমি পরে যাওয়ার কথা বললে ডানিয়াল আমার কাছ থেকে চলে যায়। কিছুক্ষণ পরে চেয়ারম্যান গোলাম আহাদ সোহাগ ও তার ছেলে ডানিয়ালসহ আরো ৮-১০ জন এসে আমার উপর অতর্কিত হামলা চালায়। ডাকচিৎকার শুনে আমার চেম্বারের পিছনে বাসা থেকে আমার বড় বোন তাসলিমা (৫৫) ও আমার ছোট ভাই জিউল হাসান সোহেল (৩৮) এগিয়ে আসলে তারাও হামলার স্বীকার হন। তিনি আরও বলেন, এসময় আমার কাছে থাকা ১ লক্ষ ২২ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন ও আমার একটি আংটি নিয়ে যায় তারা। এ ঘটনার বিষয়ে চেয়ারম্যান গোলাম আহাদ সোহাগের কাছে জানতে চাইলে চেয়ারম্যানের সাথে কোন যোগাযোগ করা যায়নি। তিনি মোবাইল বন্ধ করে রাখেন।



































































