প্যারিসে তুষারপাত: প্রায় ১৪০টি ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক ডেস্ক: তীব্র শীত ও তুষারপাতের কারণে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। প্রতিকূল আবহাওয়ার কারণে বুধবার সকালে প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরে প্রায় ১০০টি ফ্লাইট বাতিল করা হয়। একই কারণে অরলি বিমানবন্দরে আরও অন্তত ৪০টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী। খবর বার্তা সংস্থা এএফপি’র। পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারো সিএনিউজ টেলিভিশনকে জানান, মঙ্গলবার রাতেই সম্ভাব্য এই ফ্লাইট বিপর্যয়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল।
তিনি আশা প্রকাশ করে বলেন, ‘বিকেলের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।’
তীব্র ঠান্ডা ও তুষারপাতের ফলে রানওয়ে ব্যবস্থাপনা ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে, কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।
বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের ফ্লাইটের সর্বশেষ তথ্য জানার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানিয়েছে।



































































