নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অংশীজনদের সঙ্গে সংলাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সংলাপ শুরু হবে আগামী শনিবার ২৮ সেপ্টেম্বর। প্রথম ধাপে শিক্ষাবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে বলে ইসির জনসংযোগ কর্মকর্তা রুহুল আমিন মল্লিক জানিয়েছেন।
এটি হবে এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশনের প্রথম সংলাপ আয়োজন। সংলাপের জন্য আমন্ত্রিতদের তালিকা তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। অনুমোদনের পর আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। ইসি সচিবালয়ের পরিকল্পনা অনুযায়ী, সংলাপের অন্তত এক সপ্তাহ আগে প্রতিটি পক্ষকে আমন্ত্রণপত্র পাঠানো হবে, যেখানে প্রতিনিধি সংখ্যা ও লিখিত মতামত দেওয়ার বিষয়ও উল্লেখ থাকবে।
ইসির রোডম্যাপ অনুযায়ী সংলাপ প্রায় দেড় মাস চলবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজ, নারী নেত্রী, গণমাধ্যমকর্মী, নির্বাচন পর্যবেক্ষক, আইন বিশেষজ্ঞ এবং রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা অংশ নেবেন। অক্টোবর মাসজুড়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথকভাবে সংলাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে এবার বড় দলগুলোকে আলাদা করে ডাকা হতে পারে।
সংলাপের আলোচ্যসূচিতে নির্বাচনি আইনি সংস্কার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পোস্টাল ব্যালট ও ভোটসংক্রান্ত সার্বিক বিষয় স্থান পাবে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, “রোডম্যাপে যে সময় রয়েছে, সে অনুযায়ী মাসের শেষ দিকে শুরু করব। দুয়েক দিন এদিক ওদিক হতে পারে, তবে রোডম্যাপ অনুসরণ করেই এগোব।”
বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০টি। নতুন নিবন্ধন পাওয়া দলগুলোও এবারের সংলাপে যুক্ত হবে। নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রথা চালু হয়। সেই থেকে ৫৫টি দল নিবন্ধন পেলেও আদালতের নির্দেশ ও শর্ত পূরণে ব্যর্থতার কারণে পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়। সম্প্রতি আদালতের আদেশে জামায়াতে ইসলামী ও জাগপার নিবন্ধন ফিরে এলেও ইসি কেবল জামায়াতকে নিবন্ধন দিয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের লক্ষ্যে কাজ চলছে। এর আগে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হতে পারে।