নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আগামী বছর নির্বাহী আদেশ ও সাধারণ ছুটি মিলিয়ে ২৮ দিন ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা। এর মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) পড়বে। চলতি বছরের মতো আগামী বছরও দুই ঈদ ও দুর্গাপূজার ছুটি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৬ সালেও পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে।
গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ ছুটির তালিকা অনুমোদন হয়। বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দু-এক দিনের মধ্যেই ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি করা হবে। তালিকা অনুযায়ী ঈদুল ফিতরে ঈদের দিনসহ আগে-পরে দুই দিন করে মোট ৫ দিন ছুটি। ঈদুল আজহায় ঈদের দিন, আগে দুই দিন ও পরে তিন দিনসহ মোট ৬ দিন ছুটি। শারদীয় দুর্গাপূজায় মহানবমী ও বিজয়া দশমী মিলিয়ে ২ দিন ছুটি। দুই ঈদের মূল দিন ও বিজয়া দশমীর দিন থাকবে সাধারণ ছুটি; অন্যদিকে ঈদের আগে-পরে এবং মহানবমীর দিন থাকবে নির্বাহী আদেশে ছুটি।



































































