বিনোদন ডেস্ক : মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল মোহিত সুরি পরিচালিত হিন্দি রোমান্টিক সিনেমা ‘সাইয়ারা’। অবশেষে প্রেক্ষাগৃহে আসার পর সেটি বক্স অফিসে ঝড় তোলে। নবাগত দুই অভিনয়শিল্পী আহান পান্ডে ও অনীত পড্ডা জুটি হয়ে যে রসায়ন গড়েছেন, তা দর্শকদের মন জয় করে নিয়েছে সহজেই। সিনেমাটি মুক্তি পায় ১৮ জুলাই।
‘সাইয়ারা’র প্রযোজনা করেছে বলিউডের প্রভাবশালী প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। ছবিটির বাজেট ছিল ৪৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৩ কোটি ২০ লাখ টাকা। মুক্তির প্রথম দিনেই এটি আয় করে ২১ কোটি ৫০ লাখ রুপি, আর সেই ধারাবাহিকতায় মাত্র সতেরো দিনের মাথায় বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে প্রায় ৪৬০ কোটি রুপি, যা বাংলাদেশি টাকায় ৬৩৫ কোটি ৮৫ লাখ টাকারও বেশি। ভারতীয় বক্স অফিসে এ পর্যন্ত ‘সাইয়ারা’ আয় করেছে ৩৫০ কোটি ১৫ লাখ রুপি, আর আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ১১০ কোটি রুপি।
এই ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন আহান পান্ডে। প্রথম ছবিতেই দর্শকপ্রিয়তা পাওয়া তার জন্য বিশেষ অর্জন। অন্যদিকে অনীত পড্ডার জন্য এটি বড়পর্দায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে কাজ করার বড় সুযোগ। এর আগে তিনি ‘সালাম ভেঙ্কি’ ও ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’ সিরিজে পার্শ্বচরিত্রে অভিনয় করলেও এবার মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্রে নিজেকে প্রমাণের মঞ্চ পেয়েছেন।
গল্প, সংগীত এবং চিত্রনাট্যের কারণে ‘সাইয়ারা’ ইতিবাচক সমালোচনা পেয়েছে বলিউড বিশ্লেষকদের কাছেও। বিশেষ করে তরুণ দর্শকদের মধ্যে ছবিটি ব্যাপক সাড়া ফেলেছে।
২০২৫ সালে মুক্তি পাওয়া হিন্দি সিনেমাগুলোর মধ্যে মুক্তির প্রথম দিনে সর্বোচ্চ আয়ের তালিকায় ‘সাইয়ারা’ এখন পর্যন্ত চতুর্থ অবস্থানে রয়েছে। এর আগে রয়েছে ভিকি কৌশলের ‘ছাভা’, সালমান খানের ‘সিকান্দার’ এবং অক্ষয় কুমারের ‘হাউজফুল ৫’।