নিজস্ব প্রতিবেদক : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা বুধবার ৭ মে রাজধানীর আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২০২৪-২০২৫ অর্থবছরের ১০ম একনেক সভায় অনুমোদনের জন্য বিভিন্ন প্রকল্প (নতুন ও সংশোধিত) নিয়ে আলোচনা হয়।
এসময় বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয়ের ৭টি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি প্রকল্প, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন, প্রিভেনশন অব ভায়োলেন্স অ্যান্ড হার্মফুল প্র্যাক্টিসেস অ্যাগেইনস্ট চিলড্রেন অ্যান্ড উইমেন ইন বাংলাদেশ, নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কন্টেনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণ (১ম সংশোধিত), গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন (১ম সংশোধিত), ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট প্রজেক্ট (২য় সংশোধিত), বাংলাদেশ সাস্টেইনেবল রিকভারি ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট এবং খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলা সেচ ব্যবস্থাপনার উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়।