তথ্যপ্রযুক্তি ডেস্ক : এমনটা কিন্তু প্রায়ই হয়, কেউ আপনাকে কোনো মেসেজ করেছিল। আপনি দেখার আগেই তা আবার ডিলিট করে দিয়েছে। কিন্তু আপনার মন আকুপাকু করতে থাকে কি ছিল সেই মেসেজে তা জানার জন্য। হোয়াটসঅ্যাপে ভুল করে পাঠানো মেসেজ ডিলিট করার কয়েকটি অপশন আছে। তার মধ্যে একটি হচ্ছে ডিলিট ফর এভরিওয়ান। যেটা সিলেক্ট করলে উভয় পাশ থেকেই মেসেজ ডিলিট হয়ে যাবে। তবে বিপত্তি বাঁধে তখন যখন সেই মেসেজে কি আছে আপনি জানতে চান।
চাইলেই কিন্তু ডিলিটেড মেসেজ চাইলেই দেখা যায়। তবে এজন্য আপনাকে থার্ড পার্টি অ্যাপের সাহায্য নিতে হবে। এর জন্য আপনি গুগল প্লে স্টোরে হোয়াটসঅ্যাপ ডিলিটেড মেসেজ-এর মতো কিওয়ার্ড লিখে অ্যাপ খুঁজতে পারেন। ভালো রেটিং বা বেশি ডাউনলোড হওয়া কোনো অ্যাপ আপনার ফোনে ইনস্টল করতে পারেন।
এই অ্যাপগুলো দাবি করে যে তারা আপনাকে ডিলিটেড মেসেজ দেখাবে। মুছে ফেলা ফটো এবং ভিডিওগুলোও আপনাকে দেখানো হবে। এর পাশাপাশি, অ্যাপগুলোকে নিরাপদ বলে দাবি করা হয়। তবে নিজ দায়িত্বেই আপনাকে ব্যবহার করতে হবে।
এই অ্যাপগুলোর বেশিরভাগই আপনার ফোনে আসা নোটিফিকেশনের অ্যাক্সেস নেয়। এই অ্যাপের দাবি যে আপনার ফোনে আসা নোটিফিকেশন পড়ার পরে তারা সেখান থেকে মেসেজ সেভ করে। যাতে পরে যখন আপনার প্রয়োজন হয়, আপনি তাদের কাছে গিয়ে আপনার মেসেজ দেখতে পারেন।
অর্থাৎ একটি অ্যাপ নোটিফিকেশন থেকে আপনার সব মেসেজ পড়ছে, সেগুলো সেভ করছে। সেই অ্যাপটি কোথায় এবং কীভাবে আপনার মেসেজ ব্যবহার করতে পারে তা অনুমান করা আপনার পক্ষে কঠিন। এমনকি হোয়াটসঅ্যাপেও আপনার মেসেজ এন্ড-টু-এন্ড এনক্রিপশনের অধীনে নিরাপদ। তবে অন্য কোনও অ্যাপ যদি সেগুলি পড়ে, তবে সেই মেসেজ নিরাপদ নয়।
দুটি উপায় আছে। একটি হল পুরনো চ্যাট ব্যাকআপ বের করার উপায়। কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপের জন্য তিনটি বিকল্প দেয়। দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক। সাধারণত একটি বার্তা পাঠানোর পরে প্রেরক কয়েক মিনিটের মধ্যে সেটি মুছে ফেলে, তা হলে আপনার চ্যাট ব্যাকআপে সেটি সংরক্ষিত হওয়ার সম্ভাবনা খুব কম।