মোঃ সুমন আহমেদ, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)সংবাদদাতা : সুনামগঞ্জের দোয়ারাবাজারে সম্পত্তির লোভে সৎ মাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে সৎ ছেলের বিরুদ্ধে। আপন ছেলে জাইদুর রহমান অভিযোগ এনে মামলা দায়ের করেছেন মাননীয় আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দোয়ারাবাজার, সুনামগঞ্জ মামলা নম্বর(১৬৩/২০২৩)। বৃহস্পতিবার ১৮ মে উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল( নতুনপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। জাইদুল রহমানের মাকে সম্পত্তির লোভে মারধরের অভিযোগে সৎ ভাই সুয়েবুর রহমান(৫০) ভাতিজা আরিফুল ইসলাম (২৪),মোস্তফা মিয়া(২২) বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, স্বামীর রেখে যাওয়া সম্পত্তির ভাগ না দেওয়ার জন্য প্রতিনিয়ত খেলন বিবি(৭০) মারধর করে তার বসত ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও হুমকি দিয়ে আসছে সৎ ছেলে ও তার পরিবারের লোক জন। এ বিষয়ে প্রতিকার চেয়ে মামলা করেছেন ভুক্তভোগী পরিবার।
এ বিষয়ে সুয়েবুর রহমানের সাথে যোগাযোগ করতে না পেরে ছেলে আরিফুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি মুঠোফোনে প্রতিবেদক কে বলেন এগুলো সব ভিত্তিহীন মিথ্যা।



































































