সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাজী আবু বকর সিদ্দিক আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বার্ষিক বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীরোদ রঞ্জন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাজী আবু বকর সিদ্দিক আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শাহিনা আক্তার। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আবু বকর সিদ্দিক আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আজীবন দাতা সদস্য আলহাজ্ব কামরুজ্জামান বাবুল, ৮নং ওয়ার্ডের বালুচর ইউনিয়নের ইউপি সদস্য আল-আমিন, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জামাল হোসেনসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির শিক্ষানুরাগী সদস্য (কো-অপ্ট) হোসাইন মোহাম্মদ ইমান, টিপু সুলতান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কাশেম।
উল্লেখ্য, আগামী ১০ এপ্রিল দেশব্যাপী এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত বিদ্যালয়ের এসএসসি (সমমান) পরীক্ষার্থী ৩৭ জন। শিক্ষার্থীদের বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে বিদায় জানান বিদ্যালয় কর্তৃপক্ষ।



































































