সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় শরতের শুভ্রতা ছড়াচ্ছে কাশফুল। আমাদের দেশে প্রতিটি ঋতুর রয়েছে আলাদা রুপ-বৈচিত্র্য। আর প্রকৃতির ধারাবাহিকতায় শরৎ আসে তার নিজস্ব রূপ নিয়ে। বৈশ্বিক উষ্ণতা আর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে প্রকৃতি তার চিরায়িত রূপ হারাচ্ছে। সিরাজগঞ্জ সদর, কাজিপুর, কামারখন্দ বেলকুচি, উল্লাপাড়া শাহজাদপুর উপজেলার যমুনা নদীর তীর, যমুনার চড়, বাঘাবাড়ির বড়াল নদীর তীরে, হুরাসাগর, নদীর তীরে, করতোয়া নদীর তীরে পুরান টেপরি গ্রামের সড়কের পাশে প্রায় ১৫ বিঘা জমিতে বাতাসে দোল খাচ্ছে সাদা কাশফুল। শরতের স্পর্শ পেতে তাই কাশফুলের কাছে দলে দলে ছুটছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বিকেল বেলায় মানুষ ভিড় করছে কাশবনগুলোতে। আকাশের নীল রং আর কাশফুলের সাদার একত্র সমাবেশ কেবল শরতেই দেখা মিলে এই রুপসী বাংলায়। এসব কাশবন প্রকৃতিপ্রেমীদের আকৃষ্ট করছে। কাশফুল আকাশের দিকে তাকিয়ে শুভ্রতা মুগ্ধ করছে দর্শনার্থীদের। কাশবনে স্বামী-স্ত্রী, প্রেমিক-প্রেমিকা, শিশু-কিশোর ছুটে আসছে বাহারি ধরনের সাজে।
গাড়াদহ নদীর ধারে কাশবনে ঘুরতে আসা এক প্রকৃতিপ্রেমী দর্শনার্থী বলেন, শরতের কাশফুল মনকে আকর্ষিত করে। তাই এখানে বেড়াতে এসেছি। এখানে এসে মনে হচ্ছে প্রকৃতি ও আকাশ একত্রে মিলিত হয়েছে।
আরেক দর্শনার্থী ডা. আব্দুর রহমান বলেন, ফেসবুকে পোস্ট দেখে এখানে এসেছি। এতো কাশফুল আগে দেখা হয়নি। ব্যস্ততার মধ্যেও এখানে এসে সুন্দর সময় উপভোগ করলাম। সারাদিনের ক্লান্তি ঘোচাতে এমন অসংখ্য দর্শনার্থী বিকেল বেলা একটু শান্তি ও প্রকৃতির পরশ পেতে ছুটে যাচ্ছেন বিভিন্ন কাশবনে।



































































