নিজস্ব প্রতিবেদক : এবার সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজামন্ডপে দুর্গাপূজা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ক সভা শেষে উপদেষ্টা এ কথা জানান। দুর্গাপূজা সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীরা কোনো আশঙ্কা বা উদ্বেগের কথা জানায়নি বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে মন্ডপগুলোতে শুধু আনসার সদস্যই থাকবেন তিন লাখ। এছাড়া পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দায়িত্ব পালন করবেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার মন্ডপের সংখ্যা প্রায় ৩৩ হাজার। তালিকার বাইরে কোনো মন্ডপ করলে আমাদের জন্য অসুবিধা হয়ে যায়। আমরা তাদের (পূজা উদযাপন কমিটির নেতা) অনুরোধ করেছি আপনারা যে যেখানে যেটাই করেন না কেন, আমাদের কাছে তালিকাটা আগে দিয়ে দেবেন। যাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা ওই জায়গায় দিতে পারি। সবাই যাতে সন্ধ্যা ৭টার আগে বিসর্জন শেষ করে সেই নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী।
ঢাকা মহানগর এলাকায় পূজামন্ডপের সংখ্যা ২৫৫টি বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, পূজামন্ডপের সব সংখ্যা আনুমানিক। সব তালিকা এখনো আমরা পাইনি, আবার কোথাও কোথাও লিস্ট আপডেট হবে।
পূজা উপলক্ষে আশপাশের যে মেলা বসে এবার কোনো মেলা হবে না। তবে ছোটখাটো দুই একটা দোকান থাকতে পারে। কমিটির কাছ থেকে অনুমতি নিয়ে ওই দোকানগুলো স্থাপন করতে পারবে। নিরাপত্তায় আনসার, পুলিশ, র্যাব, বিজিবি থাকবে। সীমান্তের পূজা মন্ডপগুলোতে বিজিবি মূল দায়িত্বে থাকবে। আর আনসার সব জায়গায় থাকবে। আনসারই থাকবে প্রায় সাড়ে তিন লাখ।
বৈঠকে সনাতন ধর্মাবলম্বীরা কোনো ধরনের উদ্যোগ প্রকাশ করেছে কি না জানতে চাইলে তিনি বলেন, এবার কোনো ধরনের উদ্বেগই তারা প্রকাশ করেনি। অন্যান্যবার তারা দু-একটি উদ্বেগ প্রকাশ করে থাকেন। এবার তারা কোনো উদ্বেগ প্রকাশ করেনি।
তারা বলেছেন, গতবার শান্তিপূর্ণভাবে হয়েছে। এবার আরও শান্তিপূর্ণভাবে হবে।
আপনারা বলেছেন যারা নির্বাচনে অংশ নিতে পারবে না, তারা নাশকতা করার চেষ্টা করছে। তারা পূজাটাকে উপলক্ষে হিসেবে নেবে কি না- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, যারা দুষ্কৃতিকারী তারা সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করে। এটা শুধু পূজা নয়, সব জায়গায় করার চেষ্টা করবে। এটা প্রতিহত করার দায়িত্ব হলো আমাদের, আপনাদের, আমাদের সবার। আমরা সবাই মিলে এটি প্রতিহত করবো।