সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০২৫ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আদালত প্রাঙ্গণ হতে গতকাল সোমবার সকাল ১০টায় এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। সকলে সাদা টি-শার্ট পরিধান করে র্যালীতে অংশগ্রহণ করে। র্যালীটি উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতকানিয়া চৌকি আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। এবারে দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিলো “দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই”। এরপর সাতকানিয়া আইনজীবী মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, লিগ্যাল এইড কমিটি ও সাতকানিয়া উপজেলা চৌকি আদালতের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মোঃ সিরাজ উদ্দিন চেয়ারম্যান লিগ্যাল এইড বিশেষ কমিটি, চেয়ারম্যান লিগ্যাল এইড বিশেষ কমিটি, সাতকানিয়া উপজেলা, চট্টগ্রাম। যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত, সাতকানিয়া, চট্টগ্রাম, উপজেলা লিগ্যাল এইড কমিটির সেক্রেটারী অ্যাডভোকেট হাফিজুল ইসলাম মানিক সদস্য সচিব লিগ্যাল এইড বিশেষ কমিটি, সাতকানিয়া উপজেলা ও সাধারণ সম্পাদক সাতকানিয়া আইনজীবী সমিতি সাতকানিয়া, চট্টগ্রাম। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতকানিয়া সিনিয়র সহকারী জজ হেদায়েত উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সাতকানিয়া সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম, আইনজীবী সমিতির সভাপতি মোঃ অ্যাডভোকেট সোলায়মান, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মাহমুদুল হক চৌধুরী, অ্যাডভোকেট এম. ফয়সাল, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদ ইসলাম, সিনিয়র অ্যাডভোকেট আব্দুর রকিব চৌধুরী, অ্যাডভোকেট তাজুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট শিব শংকর নাথ, অ্যাডভোকেট সমর গুহ, অ্যাডভোকেট আশিষ দত্ত। এছাড়া অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সাতকানিয়া আইনজীবী সমিতির সদস্যরা।
এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, আইনগত সহায়তা প্রাপ্তি সম্পর্কে বিচারপ্রার্থীদের মাঝে সচেতনতা গড়ে তুলতে হবে। পাশাপাশি আইনী দীর্ঘসূত্রিতা ও নানা জটিলতার দুর্বল দিকগুলো কাটিয়ে দ্রুততম সময়ে বিচার নিষ্পত্তিতে প্রয়োজনীয় আইনী সংস্কার দরকার। তা না হলে বিচারপ্রার্থীদের ভোগান্তির শেষ হবে না।
আয়োজকরা বলেন, আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন ও নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদানকল্পে ২৮ এপ্রিলকে ২০১৩ সালে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের প্রচার ও প্রসারের লক্ষ্যে প্রতিবছর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। প্রতিবছরের ন্যায় এ বছরও স্থানীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫’ উদযাপনের অংশ হিসাবে আমাদের আজকের এই আয়োজনে উপস্থিত সবাইকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।