আব্বাস উদ্দিন ইকবাল, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছেন সাতকানিয়া উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও সাতকানিয়া থানা পুলিশ।
বুধবার দিবাগত রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাজীরখীল এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস। উক্ত অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া উপজেলায় সেনা ক্যাম্পে কর্মরত মেজর ফারহান ও সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহেদুল ইসলাম। এসময় মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে ৩টি ডাম্পার আটক ও ২টি স্ক্যাভেটর বিকল করে দেওয়া হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান চলমান থাকবে বলে জানান।