আব্বাস উদ্দিন ইকবাল, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসার সাথে সাথেই অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সাতকানিয়া উপজেলার মাদার্শা-এওচিয়া মৌজার পশ্চিম পাহাড়ের গৌচছড়ি খালে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, গৌচছড়ি খাল থেকে বালু উত্তোলনের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে অনুমতি নিয়েছেন দাবি করে একটি মহল বিগত কিছুদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এর প্রতিবাদে গত ৩১ জুলাই ওই খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। এর পরপরই সাতকানিয়া উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করেন।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, গৌচছড়ি খাল থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কারণে নদী ভাঙ্গন, ফসলি জমি, ফলজ বাগান, পাহাড় ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে। তারই প্রেক্ষিতে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।