নিজস্ব প্রতিবেদক
একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও কথাসাহিত্যিক রাহাত খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি। শনিবার পাঠানো এক শোকবার্তায় মন্ত্রী বলেন, রাহাত খান ছিলেন বাংলাদেশের একজন খ্যাতিমান সাংবাদিক ও কথাশিল্পী। সাংবাদিকতার পাশাপাশি বাংলা সাহিত্যের বিভিন্ন অঙ্গনেও তিনি অবদান রেখে গেছেন। সৃষ্টিশীল প্রতিভা ও ক্ষুরধার লেখনীর জন্য তিনি দেশবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। ইমরান আহমদ মরহুম রাহাত খানের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর ইস্কাটনের নিজ বাসবভনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কথাসাহিত্যিক রাহাত খান। তিনি ডায়বেটিসসহ নানা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।



































































