গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : সন্ত্রাসী হামলায় জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারসহ বিচারের দাবীতে গোমস্তাপুরে মানববন্ধন করেছে কর্মরত সাংবাদিকবৃন্দ।
রবিবার সকাল সারে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে গোমস্তাপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ ব্যানারে আধাঘন্টা ব্যাপি এই কর্মসুচি পালন করে।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন ইতেফাক এর গোমস্তাপুর সংবাদদাতা ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, খোলা কাগজের গোমস্তাপুর প্রতিনিধি ও উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, ভোরের কাগজের গোমস্তাপুর প্রতিনিধি ও গোমস্তাপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবদুস সালাম তালুকদার, যুগান্তরের গোমস্তাপুর প্রতিনিধি ও রহনপুর রিপোটার্স ক্লাবের সভাপতি আবদুল্লা আল নাহিদ, মাই টিভির গোমস্তাপুর প্রতিনিধি ও রহনপুর রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম দোয়েল ও সোনালী সংবাদের গোমস্তাপুর প্রতিনিধি ও গোমস্তাপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নূর মোহাম্মদসহ সাংবাদিক নেতারা। এতে উপজেলার বিভিন্ন সংবাদমাধ্যমের সংবাদকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে সাংবাদিক নাদিম হত্যার আসামীদের দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে বিচার পূর্বক দ্রুত ফাঁসি কার্যকর করার দাবী জানানো হয়। একই সাথে দেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী জানান সংবাদকর্মীরা। তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।



































































