স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস লিখলো ইংল্যান্ড। বিধ্বংসী ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে দলীয় রেকর্ড গড়ে ৩০৪ রান তুললো স্বাগতিকরা। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ এবং প্রথমবারের মতো ইংল্যান্ডের ৩০০ রানের মাইলফলক ছোঁয়া। ইনিংসের শুরুতে জস বাটলার মাত্র ৩০ বলে ৮৩ রানের বিস্ফোরক ইনিংস খেলে দলকে এগিয়ে নেন। ওপেনিং সঙ্গী ফিল সল্ট ছিলেন আরও ভয়ংকর। ৩৯ বলে সেঞ্চুরি পূর্ণ করে তিনি ভেঙে দেন লিয়াম লিভিংস্টোনের পূর্ববর্তী দ্রুততম ইংলিশ সেঞ্চুরির রেকর্ড (৪২ বলে)। শেষ পর্যন্ত ৬০ বলে অপরাজিত ১৪১ রানে ইনিংস গড়েন সল্ট, যা ইংল্যান্ডের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। তার ইনিংসে ছিল ১৫টি চার ও ৮টি ছক্কা। মাঝে জ্যাকব বেথেল (১৪ বলে ২৬) এবং হ্যারি ব্রুক (২১ বলে অপরাজিত ৪১) কার্যকরী ভূমিকা রাখেন। নির্ধারিত ওভারে ৩০৪ রানে থামে ইংল্যান্ডের ইনিংস, যা পূর্ণ সদস্য দলের বিপক্ষে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ভারতের রেকর্ড ছিল ২৯৭ রান (বাংলাদেশের বিপক্ষে, ২০২৪)।
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুটা ভালো করলেও বড় লক্ষ্য তাড়া করার চাপ সামলাতে পারেনি। ওপেনার এইডেন মারক্রাম করেন ২০ বলে ৪১ এবং রিকেলটন করেন ১০ বলে ২০ রান। ত্রিস্তান স্টাবস (২৩), ডোনোভান ফেরেইরা (২৩) ও ফোর্টুইন (৩২) ছাড়া আর কেউই প্রতিরোধ গড়তে পারেননি। শেষ পর্যন্ত ১৬.১ ওভারে ১৫৮ রানে অলআউট হয় প্রোটিয়ারা।
ইংল্যান্ড ম্যাচ জেতে ১৪৬ রানের বিশাল ব্যবধানে। বোলারদের মধ্যে জোফরা আর্চার নেন ৩ উইকেট, স্যাম কারান, ডসন ও উইল জ্যাকস নেন ২টি করে উইকেট।
এই ম্যাচে ইংল্যান্ড শুধু জয়ই পায়নি, বরং একাধিক রেকর্ড নিজেদের করে নিয়েছে- দলীয় সর্বোচ্চ সংগ্রহ, দ্রুততম সেঞ্চুরি এবং সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় দল হিসেবে ৩০০ রানের গন্ডি পেরোনোর কৃতিত্বও যোগ হলো তাদের ঝুলিতে।