নিজস্ব প্রতিবেদক : সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। এর ফলে উপকূলীয় অঞ্চলসহ দেশের সমুদ্রবন্দরগুলোতে দমকা বা ঝোড়ো হাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তাল সাগর পরিস্থিতির কারণে সমুদ্রপথে চলাচলে ঝুঁকি তৈরি হতে পারে। তাই মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
পূর্বাভাসে আরও জানানো হয়, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে বঙ্গোপসাগরের ওপর দিয়ে প্রবল সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় অস্বাভাবিক আবহাওয়া বিরাজ করছে।