নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমাদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে। আমরা সমাজ থেকে কিন্তু দুর্নীতি কমাতে পারিনি।
বুধবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা শেষে প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান। একই সঙ্গে তিনি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন।
দুর্নীতির তথ্য জানানোর অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর সংস্থার নিয়োগ চলছে। এর ভেতরে কোনো ধরনের যদি দুর্নীতির কোনো গন্ধ পান আমাদের জানাবেন। দুর্নীতির ক্ষেত্রে আপনার সত্যি কথাটা বলবেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখানে আমার আত্মীয়স্বজন বা আমার বন্ধুবান্ধব যদি কোথাও জড়িত থাকে, অবশ্যই প্রকাশ করবেন। আমার ক্ষেত্রে যদি কোনো দুর্নীতি থাকতো অবশ্যই প্রকাশ করে দেবেন। যে এটার ক্ষেত্রে স্যার এই এখানে দুর্নীতি হয়েছে। এখানে আপনার মামাতো ভাই ছিল, এখানে আপনার ভাই ছিল। এখানে আপনার ছেলে ছিল। অবশ্যই প্রকাশ করবেন। তা না হলে এ দেশে কিন্তু দুর্নীতি কমবে না। আমাদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে। আমরা সমাজ থেকে কিন্তু দুর্নীতি কমাতে পারিনি। সত্যি কথা যেটা।
সড়কে চাঁদাবাজিও তো বন্ধ করতে পারেননি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সড়কে চাঁদাবাজি বন্ধ করতে না পারলেও অনেকটা কমিয়ে আনতে পেরেছি। পুরোটা কমাতে আমরা চেষ্টা করে যাচ্ছি। এক্ষেত্রে আপনাদের সাহায্য সহযোগিতা দরকার।
সার নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমাদের পর্যাপ্ত পরিমাণ সার মজুদ আছে। কিন্তু তারপরও কিছু কিছু দুর্নীতিবাজ বিভিন্ন জায়গায় সারের দাম বাড়ায়। এজন্য আমি অলরেডি ইন্সট্রাকশন দিয়েছি। আমাদের অফিসাররা এটার ক্ষেত্রে পুরো নজরদারি করবে। যে অফিসার নজরদারি করতে ব্যর্থ হবে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন (ব্যবস্থা) নেব। কৃষক যেন ন্যায্যমূল্যে সার পায়, এটার আমরা ব্যবস্থা করব। কোনো অবস্থায় আমাদের নির্ধারিত মূল্যের চেয়ে এক পয়সাও যেন বেশি নিতে না পারে।
তিনি বলেন, আর আপনারা অনেকে জানেন যে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। গ্যাসের দামের সঙ্গে সারের দামের কোন সম্পর্ক নেই। সারের দাম আগে যা ছিল এখনো তা আছে এবং ভবিষ্যতেও তা থাকবে। আমরা অন্তত যতদিন আছি। সারের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই।
সারের ডিলার নিয়োগের ক্ষেত্রে একটা নীতিমালা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সারের ডিলারদের ক্ষেত্রে যেসব জায়গায় খালি আছে, ওইসব জায়গাগুলো আপাতত নিয়োগ দেব। পুরোনো যারা আছে তারা করতে থাকবে যদি তারা ওরকম কোনো দুর্নীতির সঙ্গে জড়িত বা অবৈধভাবে কোনো কিছু না করে থাকে। তবে তা না হলে কারো সারের ডিলারশিপ আমরা বাতিল করছি না, বাট যেসব জায়গায় খালি আছে ওইগুলো আমরা দিয়ে দেব।



































































