আব্বাস উদ্দিন ইকবাল, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : গত এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের সাতকানিয়ার বিভিন্ন বাজারে দাম বেড়েছে প্রতিটি সবজির। ৭০ টাকার নিচে কোনো সবজি নেই বললেই চলে। বাড়তি দামে ক্রেতাদের নাভিশ্বাস উঠছে।
উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি সবজির দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে গোল বেগুন। এক সপ্তাহের ব্যবধানে বেগুনের দাম দ্বিগুণ হয়েছে, বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকা কেজিতে। লম্বা জাতের বেগুনের দাম ৮০-১০০ টাকা, মূলা ৫০-৬০ টাকা, ঝিঙা, ধুন্দল ও শসা বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। ঢেঁড়স, পটল, কাঁকরোল প্রতি কেজি ৮০ টাকা এবং ৮০ টাকার নিচে বিক্রি হচ্ছে শুধু পেঁপে যার দাম ৩০ টাকা কেজি। প্রতি পিস জালি কুমড়া ৮০-১০০ টাকা, লাউ ৮০-১০০ টাকা, বরবটি প্রতি কেজি ৭০-৮০ টাকা, কচুর লতি ৬০ টাকা, কচুরমুখি ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। দাম বেড়েছে কাঁচামরিচেরও, কেজি প্রতি বিক্রি হচ্ছে ২২০-২৪০ টাকায়। পাইকারি বাজারে প্রতি পাল্লা (৫ কেজি) বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়।
শুধু সবজি নয়, উচ্চমূল্যে বিক্রি হচ্ছে পেঁয়াজও। গত সপ্তাহের ৭৫ টাকা কেজির পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০-৮৫ টাকায়। পাইকারি বাজারে পাল্লা প্রতি পেঁয়াজের দাম ৩৯০-৪০০ টাকা।
বাজারে বেড়েছে মাছের দাম। কেজিতে ৫০-২০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে মাছ। কাঁচকি মাছের দাম গত সপ্তাহে ৪০০ টাকা থাকলেও এ সপ্তাহে ৫০০ টাকা এবং চাপিলা মাছ ৪০০-৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। পোয়া মাছ আকারভেদে বিক্রি হচ্ছে ৫০০-৫৬০ টাকায়। শিং-মাগুর কেজিপ্রতি ৪০০-৪৫০ টাকা, রুই ৩২০-৩৮০ টাকা, কাতল ৩৯০-৪২০ টাকা, কালিবাউশ ৩৯০-৪৩০ টাকা, তেলাপিয়া ২০০-২২০ টাকা, চাষের পাঙাশ ২০০ টাকা, নদীর পাঙাশ ও বোয়াল ৭০০-১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে ইলিশ মাছেরও। এক কেজির নিচে মাঝারি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়, ছোট সাইজের ইলিশ ১০০০-১৩০০ টাকা, এক কেজির ওপরে ইলিশের দাম ২০০০-২২০০ টাকা পর্যন্ত।
বাজারে আসা ক্রেতারা বলছেন, সবজির এমন নাগালবিহীন দামে হিমশিম খাচ্ছেন তারা। খরচের ধাক্কা সামলাতে পরিমাণ কমিয়ে কিনতে হচ্ছে সবজি। বাজার করতে এসে এক ক্রেতা বলেন, বেগুনের দাম শুনে রীতিমতো আকাশ থেকে পড়লাম। এক সপ্তাহে বেগুনের দাম কেজিতে ৭০ টাকা কী করে বাড়ে! বেগুন না কিনে পেঁপে কিনে বাসায় যাচ্ছি।
আরেক ক্রেতা বলেন, সাধারণত এক কেজির নিচে কোনো সবজি কেনা হয় না। আজকে তিন রকমের সবজি আধা কেজি করে কিনে নিয়ে যাচ্ছি। গত এক বছরের মধ্যে এবারই সবজির দাম এত বেশি।
বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে সবজির দাম বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। এতে করে অনেক ক্রেতাই সবজি না কিনে ফিরে যাচ্ছেন, অনেকে কিনছেন আধা কেজি বা ২৫০ গ্রাম করে। সবমিলিয়ে তাদেরও মুনাফা কম হচ্ছে।