এইচ এম ইমরান, ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সখিনা খাতুন (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত রবিবার দুপুরে পৌর এলাকার কবিরপুরে এ ঘটনা ঘটে। এ নিয়ে এ উপজেলায় ৫ জনের মৃত্যু হলো। মৃত গৃহবধূ ওই গ্রামের আব্দুর রশীদের স্ত্রী। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদ আল মামুন জানান, গৃহবধূ সখিনা করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিল। গত রোববার সকালে তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেলে স্থানান্তর করা হয়। পরে দুপুরের দিকে তার মৃত্যু হয়। তিনি আরো জানান, তার বাড়ি লাল পতাকা টেনে লকডাউন করেছে উপজেলা প্রশাসন। এছাড়া পরিবারের অন্যান্য সদস্যরা করোনায় আক্রান্ত কি না তা যাচাইয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে।



































































