নিজস্ব প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত তাদের ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন। একইসঙ্গে, তাদের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মঙ্গলবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলামের করা আবেদনে বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের অস্থাবর সম্পদ অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছেন, যা অনুসন্ধানের স্বার্থে বাধা সৃষ্টি করতে পারে। তাই এই হিসাবগুলো অবরুদ্ধ করা জরুরি বলে দুদক মনে করছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন, অবরুদ্ধ হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সায়মা ওয়াজেদের ব্যাংক হিসাব রয়েছে। এসব অ্যাকাউন্টে মোট ৬৩৫ কোটি ১৪ লাখ টাকা জমা রয়েছে, যা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃকও অবরুদ্ধ করা হয়েছে।
একই দিনে আদালত শেখ হাসিনা ও তার পরিবারের ছয় সদস্যের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন। এ আদেশের আওতায় রয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ, বোন শেখ রেহানা এবং রেহানার তিন সন্তান- টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক।
দুদকের আবেদনে বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় প্রায় ৫৯ হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ তদন্তাধীন রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্তরা গোপনে দেশত্যাগের চেষ্টা করছেন। ফলে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন বলে দুদক আদালতে আবেদন করে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে জানান, ছয়টি দেশে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিপুল সম্পদের সন্ধান পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং ও কেম্যান দ্বীপপুঞ্জে তাদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট এবং সম্পত্তি রয়েছে বলে গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে। মালয়েশিয়ার একটি ব্যাংক অ্যাকাউন্টে রাশিয়ান ‘স্লাশ ফান্ড’ অর্থ জমার তথ্যও পাওয়া গেছে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য বিশেষ আইন প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ১১ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে, যার নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আগামী সপ্তাহের মধ্যে বিশেষ অধ্যাদেশের মাধ্যমে এই আইন কার্যকর করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এই টাস্কফোর্স ইতোমধ্যে ২০০টি আন্তর্জাতিক আইনজীবী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শুরু করেছে এবং ৩০টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার প্রক্রিয়া চলছে।
সরকারি যৌথ তদন্ত দলের প্রতিবেদনে উঠে এসেছে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে শত শত সম্পত্তি অর্জন করেছেন। তার ৩৯টি ব্যাংক অ্যাকাউন্ট ও ১০২ কোটি টাকার শেয়ার ইতোমধ্যে অবরুদ্ধ করা হয়েছে।
একইসঙ্গে, টাস্কফোর্সের বৈঠকে জানানো হয়, সাম্প্রতিক এক তদন্তে জানা গেছে, একজন ব্যক্তির সন্তানের একটি মাত্র সেমিস্টারের টিউশন ফি হিসেবে ৪০০ কোটি টাকা বিদেশে পাঠানো হয়েছে।



































































