মোঃ জাহাঙ্গীর হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার ৭নং শিবনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আমডুঙ্গী হাট সংলগ্ন মাঠে গত সোমবার সন্ধ্যা ৭টায় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনসার আলীর সভাপতিত্বে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন, ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাজুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাস্টার, শিবনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৭নং শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামিদুল ইসলাম মাস্টার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপি নেতা মোঃ খন্দকার মেহেদী হাসান পলাশ।
অনুষ্ঠানের বক্তারা বলেন, দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি ও অঙ্গ সংগঠনের সকলকে ঐক্যবদ্ধ থেকে একসাথে কাজ করে যেতে হবে।