নিজস্ব প্রতিবেদক : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত ছাত্র সমাবেশকে ঘিরে রোববার সকাল থেকেই রাজধানীর শাহবাগ মোড়ে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
সমাবেশ শুরু হওয়ার আগেই সকাল থেকে বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছেন পুরো এলাকা।
সকাল থেকে আসতে শুরু করা সমাবেশস্থলে ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ছিল দৃপ্ত উদ্দীপনা। দূর-দূরান্ত থেকে আসা কর্মীরা দীর্ঘ যাত্রার ক্লান্তি ভুলে একের পর এক স্লোগানে নিজেদের প্রাণবন্ত রাখছেন। ‘খালেদা জিয়া ভয় নাই’, ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘জিয়ার সৈনিক এক হও’- এ ধরনের স্লোগানে মুখর হয়ে উঠছে শাহবাগ।
জামালপুর জেলা ছাত্রদলের কর্মী সাঈদ জানান, ‘আমরা খুব সকালে সমাবেশস্থলে পৌঁছে গেছি। কর্মীরা দলকে ভালোবেসে, ত্যাগ স্বীকার করে এসেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করাই আমাদের অঙ্গীকার। আজকের দিনটি আমাদের জন্য গর্বের।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নেতা মাসুদ রহমান বলেন, ‘সকাল সকাল আসার কারণে কর্মীদের প্রাণবন্ত রাখতে আমরা নিয়মিত স্লোগান দিয়ে যাচ্ছি। এমন একটি দিনকে ঘিরে আমাদের সবার মধ্যে আলাদা রকমের উত্তেজনা কাজ করছে।’
মুন্সীগঞ্জ, গাজীপুর, বগুড়া, রাজশাহীসহ বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের সঙ্গেও কথা বলে জানা যায়, অনেকেই ভোরেই সমাবেশস্থলে পৌঁছেছেন। কেন্দ্রীয় নেতাদের আগমনের আগেই নিজেদের স্লোগানে তারা চাঙা করে রেখেছেন পরিবেশ।
ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বলছেন, এটি কেবল একটি রাজনৈতিক সভা নয়, বরং স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। একাত্মতা ও স্লোগানের শক্তিতে তারা সেই বার্তাই ছড়িয়ে দিতে চান।