শার্শা (যশোর) প্রতিনিধি
তৃতীয় ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শার্শা উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জনসহ মোট ৫০ জন প্রার্থী মনোনায়ন পত্র প্রত্যাহার করেছেন। গত বৃহস্পতিবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। শার্শা উপজেলা নির্বাচন কমিশনার মেহেদী হাসান জানান, শার্শার ১০টি ইউনিয়নে ৪৯ জন চেয়ারম্যান প্রার্থী এবং মেম্বার পদে ৪৫১ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৯৭ জন প্রার্থী মনোনায়ন পত্র জমা দিয়েছিল। চেয়ারম্যান পদে ৬ জন এবং মেম্বর পদে ৪৪ জনসহ মোট ৫০ জন প্রার্থী মনোনায়ন পত্র প্রত্যাহার করেছেন। সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।



































































