শরীয়তপুর প্রতিনিধি : মেয়াদোত্তীর্ণ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা কর্মকান্ডের কারণে শরীয়তপুর জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
গতকাল রবিবার জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ওই পত্রে জানা যায়, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
জানা গেছে, ২০১৭ সালের এপ্রিল মাসে আরিফুজ্জামান মোল্লাকে সভাপতি ও জামাল উদ্দিন বিদ্যুতকে সাধারণ সম্পাদক করে শরীয়তপুর জেলা যুবদলের ৫ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় যুবদল। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার কথা থাকলেও এখনও পর্যন্ত তা হয়নি। কিছুদিন না যেতেই কমিটি নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে; ৫ জনের কমিটি তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে।
উল্লেখ্য, গত শনিবার শরীয়তপুর সদর, শরীয়তপুর পৌরসভা, জাজিরা উপজেলা, জাজিরা পৌরসভা, নড়িয়া উপজেলা, নড়িয়া পৌরসভা ও সখিপুর থানা কমিটি বিলুপ্ত করেন শরীয়তপুর জেলা যুবদল। এছাড়াও এর পূর্বে ১১ মার্চ ডামুড্যা উপজেলা ও পৌরসভা কমিটি এবং ভেদরগঞ্জ উপজেলা ও পৌরসভার কমিটি বিলুপ্ত করে শরীয়তপুর জেলা যুবদল।



































































