শরীয়তপুর প্রতিনিধি : বাংলাদেশ দলিল লেখক সমিতি, শরীয়তপুর জেলা শাখার সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার শরীয়তপুর সদর উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ দলিল লেখক সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নূরুল হক মিয়ার সভাপতিত্বে ও শরীয়তপুর জেলা দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব আলহাজ্ব এম এ রশিদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সিনিয়র যুগ্ম মহাসচিব কে এস হোসেন টমাস। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম মহাসচিব এস এম আয়নাল হক, আমিনুল ইসলাম আখন্দ, মোঃ ফিরোজ আলম, আমির হোসেন বাদশা, কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক সোহাগ পারভেজ, যশোর জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী।
সম্মেলনে সম্মতিক্রমে আলহাজ্ব মোঃ নূরুল হক মিয়াকে সভাপতি ও বিএম মকবুল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট শরীয়তপুর জেলা দলিল লেখক সমিতির কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব আলহাজ্ব এম এ রশিদ নতুন কমিটি অনুমোদন করেন। পরে জেলা ও সদর উপজেলা দলিল লেখক সমিতি নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান।
পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ হলেন- মোঃ নুরুল হক মিয়া সভাপতি, সরোয়ার হোসেন সবুজ সহ-সভাপতি, আঃ জব্বার রাঢ়ী সহ-সভাপতি, মোঃ আজিজুল হক সহ-সভাপতি, আবু ছিদ্দিক মিয়া সহ-সভাপতি, মিজানুর রহমান সহ-সভাপতি, বি এম মকবুল হোসেন সাধারণ সম্পাদক, মোঃ আনিসুর রহমান সহ-সাধারণ সম্পাদক, জসিম উদ্দিন সাগর সহ-সাধারণ সম্পাদক, ছাব্বির আহম্মেদ সহ-সাধারণ সম্পাদক, আঃ কুদ্দুস বেপারী সাংগঠনিক সম্পাদক, আলতাফ হোসেন অর্থ সম্পাদক, জসিম উদ্দিন দেওয়ান ধর্ম বিষয়ক সম্পাদক, সি.এম জাহাঙ্গীর হোসেন প্রচার সম্পাদক, ফাইজুল সরদার দপ্তর সম্পাদক ও মাহাবুব আলম আক্তার ক্রীড়া ও সাহিত্য সম্পাদক। এছাড়াও কার্যকরী সদস্য হয়েছেন- সাগির হোসেন ভূইয়া, মফিদুল ইসলাম পাহাড়, শাহজাহান মাদবর, সাকিল বালা, রাজন মুন্সী, ইয়াসিন মল্লিক টিটু, ফারুক হোসেন, সাখাওয়াত হোসেন, মোঃ মনির হোসেন, আমজাদ হোসেন বেপারী, মোঃ নাছির উদ্দিন, হারুন অর রশিদ, কামাল হোসেন মামুন তালুকদার, আঃ বাতেন সালাম।
উক্ত কমিটির মেয়াদ ০৩/০৫/২০২৫ইং তারিখ হইতে আগামী ০২/০৫/২০৩০ইং তারিখ পর্যন্ত বলবৎ থাকবে।
শরীয়তপুর জেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক এস এম মাহাবুব ফেরদৌস ও সদস্য সচিব শফিকুল ইসলাম সাগরের স্বাক্ষরিত কমিটিতে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।