লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় স্থানীয় আধিপত্যের জের ধরে মিরাজ ফকির (৫২) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষরা। মিরাজ ফকির উপজেলার কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সারুলিয়া গ্রামের আলম ফকিরের ছেলে।
গতকাল মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একই গ্রামের ইমরান ফকির, কবির খান ও বাবলু শরিফকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। আহতদের প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে সবাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
উল্লেখ্য, ১৯৯৬ সালে একইভাবে কুপিয়ে মিরাজ ফকিরের ডান পা বিচ্ছিন্ন করে দেয় অপর প্রতিপক্ষরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিরাজ ফকিরের সাথে দীর্ঘদিন ধরে স্থানীয় আধিপত্যের জের ধরে ইউপি সদস্য রওশন কাজীর মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল মঙ্গলবার দুপুরে মিরাজ ফকির এড়েন্দা হাট থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে মিরাজ ফকিরের উপর হামলা করে। হামলাকারীরা এলোপাথারি কুপিয়ে মিরাজ ফকিরের ডান হাত বিচ্ছিন্ন করে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি কুপিয়ে মারাত্মক আহত করে। এসময় তার সাথে থাকা বাবলু শরিফ, ভাই ইমরান ফকির ও কবির খান ঠেকাতে গেলে তাদেরও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
লোহাগড়া থানা পুলিশের কর্মকর্তা আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।