রাজশাহী প্রতিনিধি
ঋতু বৈচিত্রে প্রকৃতিতে এখন বর্ষা পেরিয়ে শরৎ চলমান। স্নিগ্ধতার এ শরৎকালকে বলা হয় ঋতুর রানী। বাংলা পঞ্জিকা অনুযায়ী চলছে আশ্বিন মাস। সেই অনুযায়ী শরৎ শেষের দিকে। এরপর হেমন্তের দুইমাস পর শুরু হবে শীতকাল। শীতের সুমিষ্ট পানীয় খেজুর রস আহরণের জন্য গাছিরাও ব্যস্ত গাছ প্রস্তুতিতে। কোমরে রশি পেঁচিয়ে খেজুর গাছের সাথে নিজেকে শক্ত করে বেঁধে ধারালো হাঁসুয়া দিয়ে রসের জন্য গাছকে প্রস্তুত করতে ব্যস্ত গাছিরা।
অন্যদিকে রাজশাহীতে সকাল-সন্ধ্যায় ধান, ঘাস ও লতাপাতার কচি ডগায় শিশির বিন্দু জানান দিচ্ছে শীত আসন্ন। ইতোমধ্যে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছে দেবী দূর্গা ও লক্ষ্মী। এখন সূর্য পূর্বদিকে লাল আভা দৃষ্টিগোচর হওয়ার পর হালকা হিমেল হাওয়া বয়ে যাচ্ছে। আবার ভোরবেলা পড়তে শুরু করেছে হালকা কুয়াশা ও ঠান্ডা ভাব। সবমিলিয়ে শীতের আগমনী বার্তার আভাস জানান দিচ্ছে প্রকৃতি। তবে এখনও দিনের বেলায় সূর্য বেশ উত্তাপ ছড়াচ্ছে। আবার মাঝেমধ্যে দেখা মিলছে হালকা বৃষ্টির। এই বৃষ্টি যেন প্রকৃতিতে ডেকে আনছে শীত।
প্রবীণরা বলছেন, ষড়ঋতুর এই দেশে পৌষ ও মাঘ শীতকাল হলেও কোন কোন বছর শরৎ-হেমন্তেই শীত শুরু হয়। একটি কথার প্রচলন আছে, আশ্বিন গা করে শিনশিন। এখন মধ্যরাত থেকে একটু একটু শীত অনুভুত হচ্ছে।
চিকিৎসকরা বলছেন, আবহাওয়ার ওঠানামার তারতম্যের কারণে ঠান্ডা-গরম অনুভূত হচ্ছে। এ কারণে জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়াসহ নানা ধরনের রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এ সময়টা সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বাড়তি যত্ন নেয়ারও পরামর্শ দেন।



































































