নিজস্ব প্রতিবেদক
করোনা মহামারির প্রকোপ কমিয়ে আসায় রোববার থেকে সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী বেড়েছে ২ হাজার ৯৭৪ জন। পরীক্ষার সার্বিক পরিস্থিতি সন্তোষজনক এবং অনিয়ম ঠেকাতে প্রশাাসন তৎপর রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আখন্দ। তিনি জানান, ২০২১ সালের এই পরীক্ষায় জেলায় ৪১টি কেন্দ্রে ২৬ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে এসএসসি ও ভোকেশনালে ২০ হাজার এবং দাখিলে ৬ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা রয়েছে। পরীক্ষা শেষ হবে আগামী ২৩ নভেম্বর। দু’টি শিফটে অনুষ্ঠিত এবারের পরীক্ষা সকাল ১০টা থেকে সাড়ে ১১টা এবং বিকেলের পরীক্ষা বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত চলবে।
এছাড়া জেলা শিক্ষা অফিসার আবদুল মতিন জানান, কোভিড-১৯ মহামারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কক্ষে আসন গ্রহণ করতে হবে। জেলার সবকটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এবং সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নকল এবং অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রেই নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন।



































































