স্পোর্টস ডেস্ক : ইউরোপের সঙ্গে তাল মিলিয়েই শেষ হয়েছিল সৌদি ফুটবল মৌসুম। আবার শুরুও হবে প্রায় একই সময়। তার আগে ইউরোপিয়ান দলগুলোর মতো প্রাক প্রস্তুতি ম্যাচ এবং সফরে রয়েছে সৌদি ক্লাব, ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। তারা সফর করছে ইউরোপের দেশ অস্ট্রিয়া। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর গ্রোডিগে ফরাসী ক্লাব তুলুজের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে আল নাসর।
প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ হলেও, এই ম্যাচ দিয়েই মাঠে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুধু ফেরাই নয়, গোলও করলেন তিনি। রোনালদোর গোলে তুলুজকে ২-১ ব্যবধানে হারিয়েছে আল নাসর। সৌদি ক্লাবটির হয়ে বাকি গোলটি করেন মোহাম্মেদ মারান। যদিও ইয়ান জিবোহোর গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল তুলুজই। কিন্তু পরের দুই গোল দিয়ে ফরাসী ক্লাবটিকে হারিয়েই মাঠ ছাড়েন রোনালদোরা। আল নাসরের হয়ে প্রথম এবং মৌসুমে নিজের প্রথম গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২৫ মিনিটে গোল হজম করে আল নাসর। ৩৩তম মিনিটে রোনালদোর গোলে সমতা ফেরে হোর্হে হেসুসের শিষ্যরা। যদিও ৪৫তম মিনিটেই রোনালদোকে তুলে নেন কোচ। ৭৬তম মিনিটে মোহাম্মেদ মারানের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।