বিনোদন ডেস্ক: দেশের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সাবিলা নূর এখন নিয়মিতই বড় পর্দার কাজে যুক্ত হচ্ছেন। এরই মধ্যে চলচ্চিত্রে অভিষেক, আর সেটিও দেশের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে ‘তান্ডব’ সিনেমার মাধ্যমে। চলচ্চিত্রে অভিষেকের পরপরই শোনা যায়, আরো একটি সিনেমায় যুক্ত হচ্ছেন সাবিলা; যার নাম-‘রাক্ষস’। কিন্তু শিডিউল জটিলতার কারণে সেই প্রজেক্ট থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী।
জানা গেছে, চলতি বছরের ডিসেম্বর মাসে শুরু হওয়ার কথা ছিল ‘রাক্ষস’-এর শুটিং। একই সময়ে সাবিলা নূরের আরেকটি বড় প্রজেক্ট ‘বনলতা এক্সপ্রেস’-এর শুটিংও শুরু হবে। ফলে দুটি কাজের সময়সূচি একসঙ্গে পড়ে যাওয়ায় সমঝোতার মাধ্যমে ‘রাক্ষস’ থেকে নিজেকে প্রত্যাহার করেছেন। তানিম নূরের পরিচালনায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ও শরিফুল রাজ। এমন তারকাবহুল প্রজেক্টে সাবিলার যুক্ত হওয়া নতুন মাত্রা যোগ করেছে সিনেমাটিতে। এই সিদ্ধান্তের কারণে অনেকেই প্রশংসা করছেন সাবিলা নূরের দায়িত্ববোধ ও পেশাদারিত্বের।
এ প্রসঙ্গে সাবিলা নূর বলেন, “তানিম ভাইয়ের সঙ্গে ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে অনেক আগে থেকেই কথা হচ্ছিল। এর মধ্যে ‘রাক্ষস’-এর প্রস্তাবও পাই। কিন্তু দুই সিনেমার শুটিং একই সময়ে পড়ে যাচ্ছিল। তাই দুটোতেই মনোযোগ দেওয়া সম্ভব হতো না। আমি চাই প্রতিটি চরিত্রে নিজেকে পুরোপুরি ডুবিয়ে দিতে। তাই একটি কাজকেই প্রাধান্য দিয়েছি।”
বর্তমানে সাবিলা নূর নিজেকে বড় পর্দায় নতুনভাবে প্রতিষ্ঠিত করতে চান এবং তার এই সুচিন্তিত সিদ্ধান্ত অনেকের কাছেই প্রশংসনীয় দৃষ্টান্ত হয়ে উঠছে।



































































