নিজস্ব প্রতিবেদক: সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত দুই উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এখন থেকেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মঙ্গলবার এসব বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, রোজার আগেই চাল ও গম আমদানি করা হবে, যাতে বাজারে সরবরাহ স্বাভাবিক থাকে।
তিনি বলেন, এলসি খোলার বিষয়ে বাংলাদেশ ব্যাংক আগের তুলনায় বেশি নমনীয় হয়েছে। রমজানে পণ্যমূল্য যাতে না বাড়ে, সেজন্য আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বাজার নিয়ন্ত্রণে সরকারের মনোযোগ উল্লেখ করে তিনি জানান, প্রয়োজনীয় খাদ্যশস্য দ্রুত আমদানির উদ্যোগ চলছে।
বৈঠকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামো উন্নয়ন করার সিদ্ধান্তের কথা জানান অর্থ উপদেষ্টা। পাশাপাশি কক্সবাজার দোহাজারি রেল প্রকল্পের মেয়াদও বাড়ানো হবে বলে জানান তিনি। নিরাপত্তা খাত সম্পর্কিত আলোচনায় উঠে আসে আনসার বাহিনীর পুরোনো অস্ত্র প্রতিস্থাপনের বিষয়টি।
ড. সালেহউদ্দিন জানান, নির্বাচনের আগে আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনা হবে, এগুলো খুবই স্বল্পমূল্যে সংগ্রহ করা হবে। একই সঙ্গে আগের সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রের জন্য ৪০ হাজার বডি অন ক্যামেরা কেনা হলেও পরে তা কমানোর সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতেই শুধু বডি ক্যাম দেওয়া হবে এবং ক্রয় প্রক্রিয়া হবে স্বচ্ছ। নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলোচনার মাধ্যমে বিষয়গুলো নির্ধারণ করবে।
উপদেষ্টা জানান, চাহিদা বাড়ায় এক কোটি ই-পাসপোর্টের বই কেনারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিকার সংকট বিবেচনায় ইপিআই টিকা কেনা হবে বলেও তিনি উল্লেখ করেন। সার্বিকভাবে সরকারের কার্যক্রমে আইএমএফ সন্তুষ্ট রয়েছে, নতুন কোনো শর্ত আরোপ করা হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
শেষ পর্যন্ত রমজানকে সামনে রেখে বাজার স্থিতিশীল রাখা, নিরাপত্তা ব্যবস্থায় দক্ষতা বাড়ানো এবং অবকাঠামো উন্নয়নে সরকারের অগ্রাধিকার স্পষ্ট করে তুলে ধরেন অর্থ উপদেষ্টা।



































































