আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি ভঙ্গ করে আবারও ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামলার নির্দেশ দেওয়ার পর গাজার বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনা ঘটে।
মূলত রাফাহতে এক বন্দুক হামলায় একজন ইসরায়েলি সৈন্য আহত হওয়ার পরই নেতানিয়াহু এই হামলার নির্দেশ দেন। সংবাদ মাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে বুধবার এমন তথ্য জানিয়েছে।
এদিকে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। একই সঙ্গে তারা জানিয়েছে, নিখোঁজ এক বন্দির মরদেহ হস্তান্তর আপাতত স্থগিত রাখা হবে।
হামাস আরও সতর্ক করেছে- ইসরায়েলের পক্ষ থেকে বড় ধরনের উস্কানি দেওয়া হলে গাজায় মৃতদেহ উদ্ধারের কার্যক্রম ব্যাহত হবে এবং বাকি ১৩ জন জিম্মির মরদেহ উদ্ধারে বিলম্ব ঘটবে।
অন্যদিকে ইসরায়েলি হামলা সত্ত্বেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স দাবি করেছেন, যুদ্ধবিরতি এখনো বহাল আছে। ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের তিনি বলেন, ছোটখাটো সংঘর্ষ হতে পারে। আমরা জানি, গাজায় কেউ একজন (ইসরায়েলি) সৈন্যকে আঘাত করেছে। আমরা আশা করি, ইসরায়েল জবাব দেবে, তবুও আমি মনে করি শান্তি স্থিতিশীল থাকবে।
এদিকে হামাস জানিয়েছে, রাফাহতে সংঘটিত ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।
গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েল এখন পর্যন্ত অন্তত ৯৪ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং জরুরি ত্রাণ কার্যক্রমও কঠোরভাবে সীমিত রাখা হচ্ছে।



































































