যশোর প্রতিনিধি : যশোরের শার্শা সিমান্ত থেকে ডায়মন্ডের গহনাসহ একজনকে আটক করেছে বিজিবি সদস্যরা।
উদ্ধারকৃত পণ্য আংটি ৭ পিচ, পায়েল ২ পিচ, বেচলেট ১ পিচ, বালা ৩ পিচ ও
নাকফুল ১২ পিচ ও ১ টি ব্যাটারি চালিত ভ্যান। আটক আসামী হাফিজুর রহমান শার্শার পাঁচভুলট গ্রামের মৃত শাহাদত মোড়লের ছেলে। গতকাল বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে ডাইমন্ড গহনাসহ তাকে আটক করা হয়। ২১ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক, লেঃ কর্ণেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার
জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পাঁচভূলট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা চোরাচালানী মালামাল ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসবে। এ সংবাদের ভিত্তিতে অধিনায়কের দিক নির্দেশনায় পাঁচভূলট বিওপির টহল দল সীমান্ত উক্ত গ্রামের বদিপাড়া রাস্তার পার্শ্বে কৌশলে অবস্থান নেয়। এসময় পাঁচভূলট অভিমূখে ব্যাটারী চালিত ভ্যানযোগে একজন ব্যক্তিকে আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে সন্দেহভাজন হাফিজুর রহমানকে আটক করা হয়। পরে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে লুকায়িত ওইসব চোরাই পণ্যসহ তাকে আটক করা হয়।
ওই মালামালের আনুমানিক সর্বমোট সিজার মূল্য ৯,৬০,৪৫,০৭০/- (নয় কোটি ষাট লক্ষ পঁয়তাল্লিশ হাজার সত্তর) টাকা বলে জানান বিজিবি কর্মকর্তা।
উক্ত ডায়মন্ড জুয়েলারী যশোর ট্রেজারী এবং ভ্যানসহ আসামীকে শার্শা থানায় হস্থান্তর করা হয়েছে।



































































