নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় মাজেদা বেওয়া (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। রবিবার সকাল ৯টার দিকে উপজেলার কালিরঘুন পার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মাজেদা উপজেলার মাঝগাঁও ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের মৃত আকতার মন্ডলের স্ত্রী।
এলাকাবাসী জানান, নিজ বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় তিরাইল থেকে আসা বনপাড়াগামী মোটরসাইকেলের ধাক্কায় মাজেদা বেওয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মারা যান।



































































