নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবুজাফর রিপন বিপিএএ বলেন, অকালে কোন শিক্ষার্থীর প্রাণ যেন না যায় এলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলার শতভাগ শিক্ষার্থীদের সাঁতার শেখানো নিশ্চিত করা হবে। পানিতে ডুবে গড়ে প্রতিদিন ৫০ জন শিক্ষার্থীর প্রাণ যায়। হতাশজনক হলেও এটি বাস্তব সত্য। এক উপজেলায় গড়ে একজন শিক্ষার্থীর মৃত্যু হয়।
এসময় তিনি পরামর্শ দেন ছোট ছোট ডোবায় সাঁতার শিখতে হবে। এছাড়া ছোটখাটো গভীর ডোবায় বাঁশ দিয়ে বিশেষ বেড়ার ব্যবস্থা করার নির্দেশনা দেন। গতকাল মঙ্গলবার লৌহজং উপজেলা পরিষদের মাঠে বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ৪টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে পুকুরে সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পরে তিনি লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আত্মরক্ষার সক্ষমতা অর্জনে ছাত্রীদের কারাতে প্রশিক্ষণ উদ্বোধন এবং আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী। লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন তপন, লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইলিয়াস সিকদার, বেজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক ইকবাল মৃধাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।



































































