সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার এস আই মোঃ মাসুদ রানা জেলার শ্রেষ্ঠ এস আই হিসেবে পুরস্কৃত হয়েছেন। ২০২৫ সালের এপ্রিল মাসে ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারসহ বিভিন্ন ক্যাটাগরির ওপর মূল্যায়ন করে মুন্সীগঞ্জ জেলার অন্তর্গত ৭টি থানার ভিতরে কাজের স্বীকৃতি হিসেবে মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ এস আই হিসেবে সম্মাননা স্মারক পেয়েছেন সিরাজদিখান থানার এস আই মোঃ মাসুদ রানা।
বৃহস্পতিবার সকাল ১০টায় জেলার পুলিশ লাইন শহীদ কনস্টেবল বোরহান উদ্দিন মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এস আই মোঃ মাসুদ রানার হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) ফিরোজ কবির, শ্রীনগর সার্কেল আনিসুর রহমানসহ জেলার ৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ।