মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা : মুকসুদপুর প্রেসক্লাবের আয়োজনে গত শুক্রবার বিকাল ৪টায় প্রেসক্লাব কার্যালয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর থানা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাবেক সভাপতি এবং মুকসুদপুর প্রেসক্লাবের উপদেষ্টা ফরিদ আহম্মেদ মিয়া। মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়ার সভাপতিত্বে এবং মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, দৈনিক সরেজমিন উপজেলা প্রতিনিধি কবির হোসেন, দৈনিক কালের সমাজের উপজেলা প্রতিনিধি মোঃ কাইয়ুম শরীফ, মুকসুদপুর প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক হুসাইন আহম্মেদ কবির, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সামসুল আরেফিন, সদস্য আবু বক্কর সিদ্দিক, পরেশ বিশ্বাস ও সদস্য মেহেবুবা হোসেন অন্তু প্রমুখ।
মুকসুদপুর থানা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও মুকসুদপুর প্রেসক্লাবের উপদেষ্টা ফরিদ আহম্মেদ মিয়া প্রধান অতিথির বক্তব্যে বলেন, মুকসুদপুর প্রেসক্লাব শুধু একটি সাংবাদিক সংগঠন নয়; এটি এলাকার গণতন্ত্র, মানবাধিকার ও সত্য প্রকাশের প্রতীক হয়ে উঠবে। সকল সাংবাদিকের ঐক্য, পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতা বজায় রেখে সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি আরো বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাদের কাজ হচ্ছে অন্যায়ের প্রতিবাদ ও সত্যের পক্ষে কথা বলা। একটি সক্রিয় ও ইতিবাচক সাংবাদিক সমাজ গঠনের জন্য মুকসুদপুর প্রেসক্লাব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নতুন প্রজন্মের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নৈতিকতা ও দায়বদ্ধতার শিক্ষাও দিতে হবে।