মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গত মঙ্গলবার সকাল ১০টায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের বানিয়ারচর সম্প্রীতি এইড ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রীতি এইড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সভারঞ্জন শিকদারের সভাপতিত্বে এবং সম্প্রীতি এইড ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর মাসুম বিল্লাহ সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ ডেভেলপমেন্ট সোসাইটি নির্বাহী পরিচালক বিভা রানি শিকদার, কলিগ্রাম সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি রতন বৈদ্য। অনুষ্ঠানে সম্প্রীতি ফাউন্ডেশনের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং ১০০ জন ভলেন্টিয়ার অংশ নেয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি গোপালগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজুর রহমান বলেন, পরিবেশ নিয়ে সম্প্রীতি এইড ফাউন্ডেশন যে উদ্যোগ গ্রহণ করেছে তা প্রশংসার দাবি রাখে। আমরা সকলে পরিবেশের নীতি আর্দশ মেনে চললে এলাকার পরিবেশের উন্নতি ঘটবে।
সম্প্রীতি এইড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সভারঞ্জন শিকদার পরিবেশের সুরক্ষায় দেশের প্রতিটি মানুষকে বেশি বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন।
এরপর আলোচনা সভা শেষে সম্প্রীতি ফাউন্ডেশনের অফিস হতে একটি র্যালী বের হয়ে টেকেরহাট-গোপালগঞ্জ সড়কের বানিয়ারচর বাসস্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়।